চট্টগ্রাম

এলসি জটিলতায় লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি চট্টগ্রাম কাস্টমস

শেষ অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউসের প্রবৃদ্ধি বেড়েছে। নতুন রেকর্ডও গড়তে যাচ্ছে আদায়ের। তবু ছুঁতে পারেনি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে ডলার সংকট। ডলার সংকটের কারণে আমদানিতে লাগাম টানতে হয়েছে ব্যবসায়ীদের। তাই কাঙ্ক্ষিত আদায় থেকে বঞ্চিত হতে যাচ্ছে রাষ্ট্রের সবচেয়ে বেশি রাজস্ব আদায় করা সংস্থাটি।

চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা গেছে, জুলাই ’২৩-এ লক্ষ্যমাত্রা ৪ হাজার ৭৮৯ থাকলেও আদায় হয়েছে ৫ হাজার ৪৭২ কোটি ৭৭ লাখ টাকা। পরবর্তীতে আগস্ট ’২৩-এ ৬ হাজার ২৭ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫ হাজার ৭১১ কোটি ৬৮ লাখ টাকা, সেপ্টেম্বর ’২৩-এ ৭ হাজার ৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫ হাজার ২৯০ কোটি ২১ লাখ টাকা, অক্টোবর ’২৩-এ ৬ হাজার ৯১৭ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫ হাজার ৬৬১ কোটি ১১ লাখ টাকা, নভেম্বর ’২৩-এ ৬ হাজার ৯৩৭ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫ হাজার ৮৪২ কোটি ৫৮ লাখ টাকা, ডিসেম্বর ’২৩-এ ৬ হাজার ৯১০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫ হাজার ১০৯ কোটি ২০ লাখ টাকা, জানুয়ারি ’২৪-এ ৬ হাজার ৯৩৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫ হাজার ৯১৬ কোটি ৯৩ লাখ টাকা, ফেব্রুয়ারি ’২৪-এ ৫ হাজার ৯৮১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪ হাজার ৯১৫ কোটি ৭৮ লাখ টাকা, মার্চ ’২৪-এ ৭ হাজার ৯১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫ হাজার ৬৩২ কোটি ৭৪ লাখ টাকা, এপ্রিল ’২৪-এ ৭ হাজার ৭১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫ হাজার ৯৬৯ কোটি ৪৯ লাখ টাকা, মে ’২৪-এ ৪ হাজার ৮৬৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৬ হাজার ৫০২ কোটি ৫০ লাখ টাকা। পাওয়া তথ্যের ভিত্তিতে পুরো অর্থবছরে জুলাই’২৩ এবং মে’২৪-তে লক্ষ্যমাত্রা অধিক আদায় করা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *