ওয়াসার তাকসিমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
তাকসিমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।
দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদনের শুনানি করেন।
শুনানিতে তিনি বলেন, তাসকিম এ খান ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট এবং অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান চলমান। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তাকসিম আহমেদ খান দেশত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশে গমন ঠেকানো আবশ্যক।
জনস্বার্থে তাকসিমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করেন আইনজীবী।
শুনানি শেষে বিচারক পরবর্তী ৬০ দিনের জন্য তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন। আদেশে আদালত বলেন, অভিযুক্ত ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তার দাখিল করা আবেদন ও অভিযোগের গুরুত্ব বিবেচনায় আবেদনটি মঞ্জুরযোগ্য মর্মে প্রতীয়মান হয়। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আদেশ দেওয়ার তারিখ থেকে তার বিদেশ গমনে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হলো।