ওয়াসিকা ‘নিশ্চিত’, অন্য দুজন কারা?
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের ডাক পড়েছে গণভবনে। চট্টগ্রাম থেকে মনোনয়ন কিনেছেন ৭৪ নারীনেত্রী। এর মধ্যে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক আতাউর রহমান কায়সারের কন্যার আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খানের টিকিট প্রায় নিশ্চিত। বাদ বাকি একটি বা দুটি টিকিট কে পাচ্ছেন তা নিয়ে চলছে জোর আলোচনা। কায়সার কন্যা ছাড়াও এবার মনোনয়ন দৌড়ে আছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্তরা। সাবেক এমপিপত্নী-কন্যা থেকে শুরু করে সংরক্ষিত আসনের সাবেকরাও পিছিয়ে নেই। ঢাকায় শেষমুহূর্তের দৌড়ঝাঁপে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। বুধবার গণভবনে সাক্ষাতকারের পর সন্ধ্যায় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে।
মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, আওয়ামী রাজনীতির জন্য যাদের অবদান তাদেরকেই দল মূল্যায়িত করবে এমন প্রত্যাশা আমাদের সবার। দলীয় সূত্রও বলছে, আওয়ামী লীগের নেত্রীদের মনোনয়ন বিবেচনায় রাখা হবে।
দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব সিভয়েস২৪-কে বলেন, প্রধানমন্ত্রী দলীয় সভানেত্রী আমাদের ডেকেছেন, তাঁর সঙ্গে আমাদের দেখা হবে এটা সৌভাগ্যের, আনন্দের ব্যাপার। এদিন তিনি আমাদের দিকনির্দেশনা দিবেন। তিনি যা বলবেন, তাই শিরোধার্য। আমি আশাবাদী।
দলের জন্য যারা ত্যাগী তারাই মনোনয়ন পাক এমন প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, অনেকে উচ্চাভিলাষী হয়েছেন। দলের জন্য কতটুকু, দেশের জন্য, নিজের কতটুকু করেছেন সেটির ধারণা তাঁদের মধ্যে নেই। দল-দেশের জন্য নিবেদিতরাই মনোনয়ন পাবে বলে আমি আশা করছি।
দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা বলেন, যারা মাঠে ময়দানে ছিল, ইমেজ রয়েছে তাঁদেরই মনোনয়ন দেওয়া হবে বলে আশা করি। আমাদের আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মনোনয়ন নিয়েছেন সাবেক এমপি, এমপিপত্নী-কন্যারাও
সংরক্ষিত আসনের টিকিট নিয়ে সংসদে বসতে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন চট্টগ্রামের বেশ কয়েকজন সাবেক এমপির স্ত্রী, কন্যারা। এর মধ্যে রয়েছেন বিতর্কিত দুই এমপির স্ত্রী-কন্যাও। আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী ও বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর মেয়ে রাওকাতুন নুর মনোনয়ন কিনেছেন।
এছাড়া ডবলমুরিং আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত ডা. আফছারুল আমীনের স্ত্রী ডা. কামরুন নাহার, সাবেক সংসদ সদস্য মঈনুদ্দীন বাদলের স্ত্রী সেলিনা খান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি প্রয়াত মোছলেম উদ্দিন আহমেদের বড় মেয়ে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজি শারমিন সুমি সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
তাঁরা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের মা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির অ্যাডভোকেট কামরুন নাহার। সাবেকদের মধ্যে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব।
মহিলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যারা
চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নীলু নাগ, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপিকা সায়েরা বানু রৌশনী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা খালেদা আক্তার চৌধুরী, প্যানেল মেয়র ও কাউন্সিলর আফরোজা জহুর, মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী, মেহ-ই জাবীন, সৈয়দা সাহেদা সুলতানা, মমতাজ খান, উম্মে হাবিবা, ইয়াছমিন সুলতানা, বিলকিস আকতার চৌধুরী, ফারহানা জাবেদ, রোকসানা পারভীন, জেসমিন পারভীন, রিক্তা বড়ুয়া, জেসমিন প্রেমা, সাবেক কাউন্সিলর রেহানা বেগম রানু, রেহেনা আকতার, জান্নাতুন নূর তানিয়া, ফেরদৌসি আলী রুবী, হেমন্তি শুক্লা মল্লিক, পাপড়ি সুলতানা চৌধুরী ও জীবন আরা বেগম, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি রুমানা নাসরীন, সৈয়দা রাজিয়া মোস্তাফা, কাউন্সিলর রুমকী সেনগুপ্ত, সাহেলা আবেদীন রীমা, তাহমিনা হক শিরিন, অধ্যাপিকা ববি বড়ুয়া, কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, রেহেনা বেগম চৌধুরী, ফারজানা আফসার, উম্মে কুলসুম, সালেহী কাদের, জুবাইদা ছরওয়ার চৌধুরী নীপা, রেখা আলম চৌধুরী, আবিদা আজাদ, শাহিদা আকতার জাহান, জাহেদা বেগম পপি, শামীম আরা লিপি, ফাতেমা বেগম, নাজমা আক্তার, ফারিহা আকবর রিয়া, সিদরাতুল মুনতাহা তৃনা, ববিতা বড়ুয়া, তৃপ্তি রানী বড়ুয়া, চসিকের কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নি, সাংবাদিক শাহীন আরা বেগম (ডেইজী মউদুদ), মনা প্রকাশ ফাল্গুনী হিজড়া, জেরিন তাসলিম চৌধুরী, নাসরিন আক্তার, সৈয়দা তাহমিনা সুলতানা, দিপ্তী দাশ, বিনা চৌধুরী, বিবি মরিয়ম, রেহেনা আক্তার, রোকসানা আল ও তাহেরা মেহের।