কক্সবাজার

কক্সবাজারের চার আসনে ৩৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চার সংসদীয় আসনে ভোটে অংশ নিতে মোট ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শেষ দিনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পযন্ত নিধারিত সময়ে ব্যাপক-উদ্দীপনার মধ্যদিয়ে জেলা রিটার্নিং করকতা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে বাছাই। এরপর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীর তালিকায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে সবচেয়ে বেশী। আসনটিতে সর্বোচ্চ ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তৃতীয় স্থানে কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) এ আসনটিতে মনোনয়ন জমা দিয়েছেন ৭ জন। এছাড়া কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।

কক্সবাজার-১ (পেকুয়া-চকরিয়া) আসনে মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন, সালাহ উদ্দিন আহমেদ সিআইপি (বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত), বর্তমান সংসদ সদস্য জাফর আলম (স্বতন্ত্র), সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বাংলাদেশ কল্যাণ পার্টি), আবদুল আউয়াল মামুন (বাংলাদেশ কল্যাণ পার্টি), এ.এইচ সালাহ উদ্দিন মাহমুদ (জাতীয় পার্টি), মুহাম্মদ বেলাল উদ্দিন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), আবু মোহাম্মদ রশিরুল আলম (ওয়ার্কাস পার্টি), হোসেন আরা (জাতীয় পার্টি), শফিকুল ইসলাম (স্বতন্ত্র), কমর উদ্দিন (স্বতন্ত্র), তানভীর আহমদ সিদ্দিকী তুহিন (স্বতন্ত্র), শাহনেওয়াজ চৌধুরী (স্বতন্ত্র), শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ (স্বতন্ত্র)।

কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে আশেক উল্লাহ রফিক (বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত ও বর্তমান সংসদ সদস্য), মোহাম্মদ ইলিয়াছ (জাকের পার্টি), মাহাবুবুল আলম (ন্যাশনাল পিপলস পার্টি), মোহাম্মদ জিয়াউর রহমান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মোহাম্মদ ইউনুছ (ইসলামী ঐক্যজোট), মোহাম্মদ খাইরুল আমিন (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মোহাম্মদ শরীফ বাদশা (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন)।

কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও) আসনে সাইমুম সরওয়ার কমল (বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রাথী ও বর্তমান সংসদ সদস্য), মোহাম্মদ তারেক (জাতীয় পার্টি), মো. আবদুল মজিদ (স্বতন্ত্র), আবদুল আউয়াল মামুন (বাংলাদেশ কল্যাণ পার্টি), শামীম আহসান (ন্যাশনাল আওয়ামী পার্টি), মোহাম্মদ ইব্রাহিম (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট)।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে শাহীন আকতার (বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য), ফরিদ আলম (ন্যাশনাল পিপলস পার্টি), নুরুল আমিন সিকদার ভুট্টো (জাতীয় পার্টি), মোঃ ইসহাক (স্বতন্ত্র), সোহেল আহমদ বাহাদুর (স্বতন্ত্র), মুজিবুল হক মুজিব (তৃণমূল বিএনপি), মো. নুরুল বশর (স্বতন্ত্র), মোহাম্মদ ওসমান গণি চৌধুরী (ইসলামী ঐক্যজোট) ও মো. ইসমাইল (বাংলাদেশ কংগ্রেস)।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনের তফসিল ঘোষণা করে নিবাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *