কক্সবাজারচট্টগ্রাম

কক্সবাজারের সাবেক ডিসি-বিচারকসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগ!

কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) রুহুল আমিনসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগপত্র জমা দিয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৪ সালে মাতারবাড়িতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা জমি, ঘরবাড়িসহ অবকাঠামোর বিপরীতে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা। এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়ি ঘের দেখিয়ে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ৪৬ কোটি টাকা। এই টাকা থেকেই নানা কৌশলে ১৯ কোটি ৮২ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। ঘটনায় মাতারবাড়ির ব্যবসায়ী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মামলা করেন।

দীর্ঘ তদন্ত শেষে দুদক প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পায় এবং অভিযোগপত্র জমা দেয়।

অভিযোগপত্রে আসামি করা হয়েছে সাবেক ডিসি রুহুল আমিন, সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার, জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মোস্তাক আহমেদ, জেলা প্রশাসক কার্যালয়ের উপ সহকারী প্রশাসনিক কর্মকর্তা নাজির স্বপন কান্তি পাল এবং জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার মো. জাফর আহম্মদকে। বর্তমানে সাবেক ডিসি রুহুল আমিন জামিনে মুক্ত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *