কক্সবাজার

কক্সবাজারে কাভার্ডভ্যান চাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ি এলাকায় মালবাহী কাভার্ডভ্যানের চাপায় নুরুল ইসলাম নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ সময় জমির উদ্দিন নামের তার আরেক সহকর্মী গুরুতর আহত হন। তাদের বাড়ি ডুলহাজারা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঈদগাঁও থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

নিহত নুরুল ইসলাম ইসলামি ব্যাংক ঈদগাঁও শাখার ফিল্ড অফিসার, অপরজন একই ব্যাংকে কর্মরত ছিলেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে। ডুলহাজারা হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গাড়ি দুটি জব্দ করেছে। আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংক কর্মকর্তাদ্বয় এলাকা থেকে ঋণের টাকা উত্তোলন করে বাইক নিয়ে মহাসড়কের এক পাশে অবস্থান করছিল, এ সময় কক্সবাজারমুখী একটি কাভার্ডভ্যান যার নং ঢাকা মেট্রো ট-১৫-২৩০৬ বাইকে থাকা দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের ডুলহাজারা মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে প্রেরণ করলে মাঝপথে নুরুল ইসলামের মৃত্যু হয় বলে জানান তাদের এক সহকর্মী বোরহান উদ্দিন।

ডুলহাজারা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে আছে জানিয়ে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ পাঠানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *