কক্সবাজারে চিংড়িঘের দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত বেড়ে ২
কক্সবাজারের মহেশখালী সোনাদিয়ায় চিংড়িঘের দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় সাদ্দাম হোসেন (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৩ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাদ্দাম হোসেন উপজেলার সোনাদিয়ার পশ্চিমপাড়ার আনোয়ার পাশার ছেলে। এর আগে গতকাল শনিবার বেলা ১১টার দিকে সোনাদিয়ার পশ্চিম পাড়া বড়ঘোনা নামের চিংড়িঘেরে প্রতিপক্ষের ছোড়া গুলিতে সাইফুল ইসলাম (৩৩) নামে এক লবণচাষি নিহত হন। সাইফুল ইসলাম বড়মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল এলাকার গোলাম কুদ্দুসের ছেলে।
স্থানীয় চিংড়ি চাষিরা জানান, সশস্ত্র সন্ত্রাসীরা সোনাদিয়া এলাকার একটি বড় চিংড়িঘের দখল করার জন্য ব্যাপক গোলাগুলি করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে সাইফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হন সাদ্দাম হোসেন। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আজ সাদ্দামের মৃত্যু হয়।
মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, দুই পক্ষের গোলাগুলি ও সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। গতকাল দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। পরে এলাকাবাসীর হাতে অস্ত্রসহ আটক মোহাম্মদ রাকিব নামের এক যুবককে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের ধরার চেষ্টা চলছে।