কক্সবাজারচট্টগ্রাম

কক্সবাজারে ছিনতাইকারীদের দৌরাত্ম্য রুখলো ট্যুরিস্ট পুলিশ

শহরের কলাতলী প্যাসিফিক বিচ সংলগ্ন এলাকা থেকে চার ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত ছোরা ও মোবাইল ফোন।

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে ওই ছিনতাইকারীদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন – মো. ওসমান গণি (১৮), মো. মোবারক মনু (১৯), মো. সোহেল (১৮), মো. হোছাইন (১৫)।

ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটক মো. ফাহিম ইসলামকে গত ২০ আগস্ট দিবাগত রাত পৌনে ২টার দিকে চারজন ছিনতাইকারী গতিরোধ করে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তাকে রক্তাক্ত জখম করে ছিনতাইকারীরা পালিয়ে গেলেও এক ছিনতাইকারীকে জনতা আটক করে টহলরত সেনা সদস্যদের কাছে সোপর্দ করে।

এরপর সেনা সদস্যরা আটক ছিনতাইকারীকে ট্যুরিস্ট পুলিশে কাছে হস্তান্তর করে। পরবর্তীতে আটক ছিনতাইকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহযোগিতায় শহরের বিভিন্ন এলাকা থেকে বাকি তিনজনকে আটক করে।

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে। এছাড়া আটক ছিনতাইকারীদের আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *