কক্সবাজারচট্টগ্রাম

কক্সবাজারে বর্তমান-সাবেক তিন জনপ্রতিনিধি গ্রেপ্তার

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে বর্তমান ও সাবেক তিন জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে ও রোববার (২২ সেপ্টেম্বর) রাতে শহরের পৌরসভা ও সদরের পিএমখালী ইউনিয়নে এবং কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাবউদ্দিন সিকদার, পিএমখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল্লাহ এবং কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজদৌল্লাহকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনীর সদস্যরা।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, রোববার (২২ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাবউদ্দিন সিকদারকে নিজ বাড়ি থেকে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। গত ১৮ জুলাই কক্সবাজার শহরের লালদিঘীরপাড় বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় গুলিতে মারা যান আহসান হাবীব নামে এক তরুণ। ওই তরুণ বিআরবি ক্যাবলের কর্মচারী ছিলেন। এ ব্যাপারে তার পরিবারের পক্ষে দায়ের করা মামলার তদন্তে জড়িত থাকার তথ্য পাওয়ায় সাহাবউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে পাঠানো হচ্ছে।

তিনি জানান, পিএমখালী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহও গত ১৮ জুলাইয়ের ঘটনায় জড়িত বলে তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে যৌথ বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছে।

অপরদিকে কুতুবদিয়া উত্তর ধুরুং ইউপি সাবেক চেয়ারম্যান সিরাজদৌল্লাহকে একটি একনলা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ ব্যাপারে কুতুবদিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *