কক্সবাজার

কক্সবাজারে মনোনয়নপত্র জমা না নেয়ার অভিযোগ

কক্সবাজারে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে মনোনয়নপত্র জমা না নেয়ার অভিযোগ করেছে কক্সবাজার-৩ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী।

শুক্রবার (১ ডিসেম্বর) কক্সবাজার জেলা তৃণমূল বিএনপির অফিসে দলটির মনোনীত প্রার্থী লায়ন ছানাহ উল্লাহ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যথাসময়ে উপস্থিত ছিলেন। এ সময় একই দলের আরেক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় এর পরবর্তীতে তিনি মনোনয়নপত্র দাখিলের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু তার মনোনয়নপত্র জমা নেয়া হয়নি।

সানাহ উল্লাহ অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন সব দলের অংশগ্রহন মূলক নির্বাচনের ঘোষণা দিলেও রিটার্নিং কর্মকর্তা সময় শেষ হয়েছে অযুহাত দেখিয়ে তার মনোনয়নপত্র জমা না নিয়ে ফিরিয়ে দিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার এমন আচরণ রহস্যজনক বলেও দাবি করেন তিনি। এ সময় তার সাথে জাতীয় পার্টির ১ জন, সুপ্রিম পার্টির ১ জনসহ মোট তিনজন মনোনয়ন পত্র দাখিল করতে পারেননি।

এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ছিল দ্বাদশ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। এদিন কক্সবাজারে মোট ৩৫ টি মনোনয়ন পত্র দাখিল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *