কক্সবাজারচট্টগ্রাম

কক্সবাজার-চট্টগ্রাম ট্রেন চলাচল সীমিত পরিসরে চালু

ফেনীতে চলমান ভয়াবহ বন্যার কারণে দেশের দক্ষিণ-পূর্বের পর্যটন নগরী কক্সবাজারের ঢাকার সাথে রেল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ‘কক্সবাজার এক্সপ্রেস’ এবং ‘পর্যটক এক্সপ্রেস’সহ আন্তঃনগর ট্রেনগুলোর চলাচল বন্ধ রয়েছে।

তবে এই পরিস্থিতিতে যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমাতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে ‘কক্সবাজার স্পেশাল’ ট্রেন চলাচল শুরু করা হয়েছে।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী সোমবার (২৬ আগস্ট) এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেনীর রেললাইন পুরোপুরি পানির নিচে চলে যাওয়ার কারণে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা ছাড়া অন্য কোনো উপায় নেই।

তিনি আরও বলেন, গতকাল থেকে চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছে এবং ‘কক্সবাজার স্পেশাল’ ট্রেন কক্সবাজার থেকে সন্ধ্যা ৭টায় এবং চট্টগ্রাম থেকে সকাল ১০টায় যাত্রা শুরু করে।

একাধিক পর্যটন ব্যবসায়ী জানান, ফেনীতে বন্যার তীব্রতা এতটাই বেড়েছে যে, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। বন্যার কারণে কক্সবাজারে আসা পর্যটকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই ঢাকা ফেরার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *