কক্সবাজারচট্টগ্রাম

কক্সবাজার-২: সাংসদ আশেকসহ ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ

কক্সবাজার- ২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মো. শাহীন ইমরান তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ঘোষণা দেন।

বৈধ প্রার্থীর তালিকায় আছে মহেশখালী-কুতুবদিয়া আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জাকের পার্টির মোহাম্মদ ইলিয়াছ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির মাহাবুবুল আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ জিয়াউর রহমান, ইসলামী ঐক্যজোটের মো. ইউনুস, বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপির মোহাম্মদ খাইরুল আমিন ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমএর মোহাম্মদ শরীফ বাদশা। এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৭ জন প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *