জাতীয়

কঙ্গোতে বাংলাদেশের আরও ৩ শান্তিরক্ষা কন্টিনজেন্ট

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে কঙ্গো প্রজাতন্ত্রে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ও বিমান বাহিনীর দু’টি কন্টিনজেন্ট স্থাপন হচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার (১ মার্চ) দিবাগত রাতে ঢাকা ত্যাগ করেন মিশনে নিয়োজিত সেনা ও বিমান বাহিনীর সদস্যরা।

জানা গেছে, নিয়োজিত কন্টিনজেন্ট তিনটি অত্যাধুনিক এমআই ১৭১ শাহ হেলিকপ্টার নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম আর্মড হেলিকপ্টার ইউনিট হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়া, সেনাবাহিনীর আরও ছয়টি কন্টিনজেন্ট বর্তমানে কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন রয়েছে।

অন্যদিকে, শান্তিরক্ষা মিশনে নিয়োজিত দুইটি কন্টিনজেন্টের মোট ২৫২ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করতে যাচ্ছে বিমান বাহিনী। এরমধ্যে ১৫৩ জন সদস্য শুক্রবার মধ্যরাতে ঢাকা ত্যাগ করেন। বাকি সদস্যরা যাবেন আগামী ২৪ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *