কঠিন গ্রুপে থাকলেও বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলে আশা প্রকাশ করেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের মতে, ভালো মোমেন্টাম পেয়ে গেলে অনেকদূর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে বাংলাদেশ। আপাতত ভালো মোমেন্টাম পেয়ে সেটা ধরে রাখাই লক্ষ্য তার।
‘বাংলাদেশ বিশ্বকাপ জিতবে’- সে কথা এখনই বলছেন না সাকিব। তবে দল যদি বিশ্বাস নিয়ে খেলতে পারে তাহলে অবশ্যই ভালো করবে বলে মনে করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ জন্য সমর্থকদের ভালোবাসাও প্রত্যাশা করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে সাকিব বলন, ‘বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কি না, এটা বলাটা একটু মুশকিল। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব। বলছি না, ট্রফি জিততে পারব কি পারব না।’
‘তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে। আমরা যদি মোমেন্টাম পেয়ে যাই এটা ধরে রাখতে পারি। খুব বেশি কিন্তু ম্যাচ জিততে হয় না ভালো কিছু করতে। আমি আশা করছি আমরা সেটা করতে পারব। আপনাদের সমর্থন থাকলে কেন নয়, কেন নয়। আমি বিশ্বাস করি আমরা করতে পারব।’
এদিকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তুলনামূলক কঠিন গ্রুপে খেলবে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপে বাংলাদেশকে খেলতে হবে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের উইকেটের সঙ্গে বাংলাদেশের উইকেটে মিল থাকার কারণে বেশ আশাবাদী সাকিব।
তিনি বলেন, ‘যদিও আমরা কঠিন গ্রুপে। কিন্তু টি-টোয়েন্টিতে আসলে দলগুলোর পার্থক্য খুব কম হয়। যেকোনো দিন যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। অবশ্যই কঠিন প্রতিযোগিতা হবে। তবে আমার মনে হয় কন্ডিশন যেমন হবে সেটা আমাদের সহায়তা করবে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের (খেলার) সঙ্গে বেশ মানানসই। একই ধরনের পিচ (বাংলাদেশের মতো) আমরা পেতে পারি। বিশেষ করে ডালাসে।’
তিনি আরও বলেন, ‘এটা আমাদের হয়তো সহায়তা করবে। আমি জানি না নিউইয়র্কের পিচ কেমন হবে। আশা করছি প্রচুর সমর্থন পাব। ভালো করি, খারাপ করি আপনাদের অনেক সমর্থন পাব, এটাই আমার আশা। সমালোচনাও করতে পারেন, সমস্যা নেই। আমি মনে করি, আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতে পারব।’
গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। সেখান থেকে আরেকটু ভালো করলেই এবার আরও ভালো ফলাফল করা সম্ভব বলে মনে করছেন সাকিব।
তিনি আরও বলেন, ‘আমাদের প্রস্তুতিটা আশা করি বেশ ভালো হবে। এর আগে যখন আমরা এখানে খেলেছি প্রচুর সমর্থন পেয়েছি। আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সময় সিরিজ জিতেছিলাম। আশা করি এবারও ওরকম ভালো কিছু করতে পারব আমরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স অনেক ভালো ছিল। ওখান থেকে যদি আরেকটু উন্নতি করতে পারি আমার মনে হয় এবার আমাদের আরো ভালো করার সম্ভাবনা আছে।’