চট্টগ্রাম

কয়েক ঘণ্টার ব্যবধানে নগরের দুই স্থানে আগুন

কয়েক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম নগরের পৃথক দুই স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) নগরের ওয়াসা মোড় এলাকায় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স কন্সট্রাকশনের শ্রমিকদের থাকার জন্য অস্থায়ী টিনশেড ঘরে আগুনের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ৪৫ মিনিটে আগুন নির্বাপণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এদিকে রাত ১০টা ৫৫ মিনিটের দিকে পশ্চিম মাদারবাড়ির বাংলাবাজার এলাকায় রেলওয়ের পরিত্যক্ত বগিতে আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে পরিত্যক্ত রেলের বগিতে আগুন লাগার সূত্রপাত সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

আগুনের বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মবিলাইজার অফিসার কফিল উদ্দিন বলেন, ‘ওয়াসায় ম্যাক্স কন্সট্রাকশনের অস্থায়ী ঘরে রান্নার সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় দেড় ঘন্টার চেষ্টা এখন নিয়ন্ত্রণ আসে। এছাড়া রাত প্রায় এগারোটার দিকে রেলের পরিত্যক্ত বগিতে আগুন লাগার খবর পাই। এই আগুন নিয়ন্ত্রণে আমাদের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত পরে জানা যাবে। ‘

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, ‘রেলওয়ের এসআরবি স্টেশনে তিন থেকে চারটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বারেক বিল্ডিং এলাকার পার্শ্ববর্তী একটি স্থানে অধিকাংশই পরিত্যক্ত রেলের বগি। ঘটনাস্থলে যাচ্ছি। এরপর বিস্তারিত জানা যাবে।’

অন্যদিকে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামিম মিয়া বলেন, ‘ঘটনাস্থলে আসার পর আধ ঘণ্টার মধ্যে আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিগারেটের আগুন শুকনো ঘাসের উপর ফেলে দেওয়ার কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *