চট্টগ্রাম

কর্ণফুলীতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় এক মাদ্রাসার ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে মোহাম্মদ মহিন উদ্দিন (১৯) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ জুন) বিকেলে উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৬ জুন সকালে খোয়াজনগর এলাকার দরবারে আরেফিন মাদরাসার ছাদে ঘটনাটি ঘটে।

মাদরাসা শিক্ষককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসান।

এ ঘটনায় ভিকটিমের মা চরপাথরঘাটা এলাকার জোস্না বেগম (৪২) ৮ জুন ওই শিক্ষককে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমকে মাদরাসার পানির ট্যাঙ্ক পরিস্কার করতে বলে ছাদে নিয়ে বলাৎকার করেন। ছেলের চিৎকার শোনে পাশের লোকজন এগিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়। ছেলেটি সংশ্লিষ্ট মাদরাসায় নাজারাতে পড়ে।

পরে ভিকটিমের মা গার্মেন্টস থেকে চাকরি শেষ করে বাসায় ফিরে মাদরাসা কতৃপক্ষকে বিষয়টি জানান। কিন্তু মাদরাসা কতৃপক্ষ কোন বিচার না করায় থানায় মামলা দায়ের করেন।

কর্ণফুলী থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসান বলেন, ‘মামলা হওয়ার পর অভিযান চালিয়ে মাদসা শিক্ষক মহিনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী বাকিটা ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *