কক্সবাজারচট্টগ্রাম

কলেজ ছাত্রের প্রাণ কেড়ে নিলে বেপরোয়া মারসা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তাঁর নাম হাবিবুর রহমান।

তিনি উপজেলার আধুনগর কুলপাগলী এলাকার মো. বাবুলের ছেলে। ও চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল বিভাগের ছাত্র। উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কক্সবাজারমুখী যাত্রীবাহী মারসা পরিবহনের একটি বাসে ও লোহাগাড়ামুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাওছার বলেন, বাস-মোটর সাইকেল সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *