কল্যাণ পার্টির ইবরাহিমের হাতঘড়িই সবচেয়ে এগিয়ে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিকের হাতঘড়ির অবস্থান সবার চেয়ে এগিয়ে রয়েছে।
চকরিয়া-পেকুয়ার একটি পৌরসভা ও ২৫টি ইউনিয়নের আনাচে-কানাচে পৌঁছে গেছে হাতঘড়ি মার্কার প্রচারণা। চা-দোকান, রাস্তা-ঘাট ও যানবাহনে সবার মুখে আলোচনার কেন্দ্রবিন্দুতে হাতঘড়ি।
অল্পসময়ে বিশাল এলাকার প্রত্যন্ত অঞ্চলে পা-রেখে নির্বাচনী প্রচারণা চালানো সহজ না হলেও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহায়তায় জেনারেল ইবরাহিমের পক্ষে এটা সম্ভব হয়েছে বলে মনে করেন স্থানীয় ভোটাররা।
জানা যায়, গত ১৬ ডিসেম্বর চকরিয়া কোরক বিদ্যাপীঠে বিজয় দিবসের আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে চকরিয়ায় পদার্পন হয় মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিকের।
গত ২০ দিনে চকরিয়া-পেকুয়ার প্রত্যন্ত এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি হাতঘড়ির মার্কায় ভোট প্রার্থনা করেন। এছাড়া তিনি ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানে উৎসাহ প্রদান করেন ভোটারদের।
এতে সার্বক্ষণিক সহায়তা করেন বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।