চট্টগ্রাম

কাদের প্রশ্রয়ে ওরা বেপরোয়া

কাদের প্রশ্রয়ে ওরা বেপরোয়া

আউট সোর্সিংয়ে লোক নিয়োগে বাণিজ্য, সহকর্মীদের উপর হামলা, জায়গা দখল, ঠিকাদারি বাণিজ্য, সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্ব্যবহার, বদলি বাণিজ্য, ওয়াসার ঘর বরাদ্দ নিয়ে অন্যজনকে ভাড়া প্রদান ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ উঠেছে চট্টগ্রাম ওয়াসার কিছু কর্মচারীর বিরুদ্ধে। এ ব্যাপারে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছে ভুক্তভোগীরা অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করলেও কার্যত এখনো কোন প্রতিকার মিলেনি। ফলে প্রশ্রয়ে অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।

অভিযোগে জানা গেছে, ওয়াসার কর্মচারী রেজওয়ান হোসেন দুলাল, মোহাম্মদ জাকারিয়া, রুহুল আমিন, জমির খান মিয়াজী, এসকান্দর মিয়া, খোরশেদ আলমসহ আরো বেশ কয়েকজন কর্মচারী আউট সোর্সিংয়ে লোক নিয়োগে বাণিজ্য, সহকর্মীদের উপর হামলা, জায়গা দখল, ঠিকাদারি বাণিজ্য, সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্ব্যবহার, বদলি বাণিজ্য, ওয়াসার ঘর বরাদ্দ নিয়ে অন্যজনকে ভাড়া প্রদান ও চাঁদাবাজির মতো গুরুতর কর্মকা-ে জড়িত রয়েছেন। এমন কি কথায় কথায় তারা সহকর্মীদের মারধর করছেন অহরহ। শুধু সহকর্মীদের উপর হামলা নয়, তারা বিভিন্ন সময়ে ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও রীতিমত শাসিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতেও কার্পণ্য করছেন না। অভিযোগে জানা গেছে, কয়েকদিন আগে ওয়াসা কর্মচারীদের অসাধু চক্রটি আউট সোর্সিংয়ে নিজেদের পছন্দ মতো লোক নিতে সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে চাপ দিতে থাকেন। এতে ওই কর্মকর্তা রাজি না হওয়ায় তাকে হুমকি-ধমকি দেন তারা। তাতে অপমানিত হয়ে এক পর্যায়ে ওই কর্মকর্তা পদত্যাগ করতেও চান বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *