কাপ্তাইয়ের গভীর অরণ্যে বিরল লজ্জাবতী বানর অবমুক্ত
কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) বিকেলে কাপ্তাই রেঞ্জের বনকর্মীরা এটি অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী বলেন, সোমবার রাঙামাটি সদর উপজেলার নাড়াইছড়ি ভিটেপাড়া পাড়া এলাকা থেকে বন বিভাগের একটি বিশেষ টহল দল বানরটিকে উদ্ধার করেন। মঙ্গলবার কাপ্তাই রেঞ্জে হস্তান্তরের পর এটি বনে অবমুক্ত করা হয়।
প্রসঙ্গত, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় রয়েছে এই বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের লজ্জাবতী বানর। এর আগেও কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে বেশকয়েকটি লজ্জাবতী বানর এবং অজগর সহ বিভিন্ন বণ্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।