চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

কাপ্তাইয়ে অটোরিকশা চালকদের ধর্মঘট প্রত্যাহার

রাঙামাটির কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।এর আগে ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয় সংগঠনটি।

ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম।

তিনি জানান, রাঙামাটি জেলা নেতৃবৃন্দের পরামর্শক্রমে এবং প্রশাসনের সুষ্ঠু বিচারের আশ্বাসের প্রেক্ষিতে রাত ৯ টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নিই। তবে আমাদের দাবি সড়কে অবৈধ চাঁদা বন্ধ ও চালকদের নিরাপত্তা দিতে হবে।

প্রসঙ্গত, শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই থেকে ফারুক ও মামুন নামে দুই অটোরিকশাচালক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে রাঙামাটি শহরে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসামবস্তীর পাশ্ববর্তী এলাকায় নামিয়ে দিয়ে ফেরার পথে তাদেরকে পাহাড়ি সন্ত্রাসীরা মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তাদের গাড়িও ভাঙচুর করা হয় এবং সেই সঙ্গে তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।

এ সন্ত্রাসী ঘটনার প্রতিবাদে শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে রাঙামাটির কাপ্তাই উপজেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। পরদিন রবিবার (২২ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয় সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *