কাপ্তাইয়ে অবৈধ ইটভাটা বন্ধ করল প্রশাসন
রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের ভালুকিয়া অবৈধ ইটভাটা বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ওই ইটভাটা থেকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, ইটভাটার কোন বৈধ কাগজপত্র না থাকায়, পরিবেশ দূষিত ও বনজ সম্পদ হুমকিতে পড়ায় ইটভাটাটি বন্ধ করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জানান, গত বছর কাপ্তাই উপজেলা প্রশাসনের অভিযানে এই ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সম্প্রতি এটা খোলার চেষ্টা করলে প্রশাসনের পক্ষ হতে সেটা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। আবারো চালু করায় গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ অভিযানে ৬৫ হাজার টাকা জরিমানা করে ইটভাটা বন্ধ করে দেয়া হয় এবং সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।