পার্বত্য চট্টগ্রাম

কাপ্তাইয়ে মিশ্র ফল বাগান করে লাভবান হচ্ছে চাষীরা

কাপ্তাইয়ের পাহাড় এবং সমতলের উভয় জমিতে মিশ্র ফল বাগান করে লাভবান হচ্ছে চাষীরা। বিশেষ করে কৃষি বিভাগের সহায়তা নিয়ে চাষীরা এক বাগানে একাধিক ফলের চাষা করে একদিকে যেমন আর্থিক ভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে কৃষিজ ফসল উৎপাদন করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কাপ্তাই উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নে গত ৫ বছরে প্রায় ৫০ হেক্টর জমিতে কৃষি অধিদপ্তরের তত্বাবধানে মিশ্রফল বাগান চাষ করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত ভাবে অনেকে নিজস্ব জমিতে মিশ্র ফল বাগান করছে। কাপ্তাই কৃষি বিভাগ তাদের সার্বিক দিক নির্দেশনা প্রদান করছে। সবমিলে কাপ্তাই উপজেলায় প্রায় ১০০ হেক্টর জমিতে মিশ্র ফল বাগানের চাষ হয়ে থাকে।

সম্প্রতি উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের কয়েকটি মিশ্র ফলবাগান পরিদর্শনে গেলে আলাপকালে উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ জানান, বর্তমানে কাপ্তাই উপজেলায় মিশ্র ফল বাগান সৃজনে কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে। বিশেষ করে একই বাগানে মাল্টা, বাতাবী লেবু, কাগজি লেবু, কমলাসহ অন্যান্য ফল একসাথে চাষ করা সম্ভব হচ্ছে। এসব বাগান একসাথে পরিচর্যার ফলে ফলনও ভালো হচ্ছে। এতে করে প্রান্তিক পর্যায়ের কৃষকরা মিশ্র ফল বাগান করে লাভবান হচ্ছেন।

এদিকে মিশ্র ফল বাগান করে লাভবান হওয়া কয়েকজন কৃষক জানায়, আমরা প্রথম পর্যায়ে মিশ্র ফল বাগানের এই সুবিধা সম্পর্কে জানতাম না। কিন্তু কাপ্তাই উপজেলা কৃষি বিভাগের সহায়তা নিয়ে পাহাড়ে মাল্টা, কাগজী লেবু, বাতাবী লেবুর মিশ্র ফল বাগানে চাষ শুরু করি। এতে ফলন ভালো হওয়ায় তাদের মধ্যে মিশ্র ফল বাগান চাষে উৎসাহ বেড়ে যায়।

মিশ্র ফল বাগান চাষ করায় তাদের আয় রোজগার খুব ভালো হচ্ছে। অল্প পরিশ্রমে একসাথে একাধিক ফলের চাষ করে বিক্রি করতে পারছি। এতে আমরা সবাই লাভবান হচ্ছি।

মিশ্র ফল বাগান পরিদর্শনকালে আরও অংশ নেয় ওয়াগ্গা ব্লগের উপ-সহকারি কৃষি অফিসার আবু সালেহ, কাপ্তাই ব্লগের উপ-সহকারি কৃষি অফিসার মোঃ ইকবাল, কেপিএম ব্লগের উপ-সহকারি কৃষি অফিসার মোঃ মাসুদ, ব্যাঙছড়ি ব্লগের উপ-সহকারি কৃষি অফিসার অরুপম বড়ুয়া, রেশম বাগান ব্লগের উপ-সহকারি কৃষি অফিসার বাপ্পা মল্লিক। তারা সকলে বলেন, প্রতিটি ব্লগের মিশ্র ফল বাগানগুলো আমরা প্রতিনিয়ত পরিদর্শন করি এবং চাষীদের বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করে সহায়তা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *