পার্বত্য চট্টগ্রাম

কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগর অবমুক্ত

রাঙামাটির কাপ্তাই ন্যাশনাল পার্কে ১১ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা ৩০মিনিটে রামপাহাড় বিট এলাকায় ন্যাশনাল পার্কে সাপটি অবমুক্ত করে রাঙামাটি দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ।

সাপটি জীবতলী ১০ আর ই ব্যাটালিয়ন সেনাক্যাম্প এলাকায় ছাগল ফার্মে ছাগল খেতে এসে সৈনিকদের হাতে আটক হয়।পরে বন বিভাগকে খবর দিণে তারা এসে সাপটি উদ্ধার করে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান, আটক অজগরটির দৈর্ঘ্য ১১ ফুট, ওজন প্রায় ২০কেজি। বিভাগীয় কর্মকর্তার নির্দেশে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। এসময় রামপাহাড় বিট কর্মকর্তা মাসুদ রায়হান, ব্যাংঙছড়ি বিট কর্মকর্তা মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির হোসেনসহ বনকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *