কাপ্তাই লেকে ১০ হাজার মিটার কারেন্ট ও সুতার জাল জব্দ
রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট ও সুতার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে জেলা মৎস্য বিভাগ। অন্যদিকে জেলা শহরে রাঙ্গামাটি বিএফডিসি কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অবৈধভাবে ধরা ৫০০ কেজি টেংরা মাছ জব্দ করে নিলামে বিক্রি করেছে।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বন্দুকভাঙ্গা ও জীপতলীর বিভিন্ন এলাকায় কাপ্তাই লেকে জেলা মৎস্য কর্মকর্তা অধির চন্দ্র দাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয় এবং রাঙ্গামাটি বিএফডিসি কর্তৃপক্ষ জেলা শহরের সুখ নীলগঞ্জ এলাকায় অভিযান চালায়।
জেলা মৎস্য কর্মকর্তা অধির চন্দ্র দাস বলেন, অভিযান চালিয়ে কাপ্তাই লেকে অবৈধ মাছ শিকারের জন্য পেতে রাখা ১০ হাজার মিটার কারেন্ট ও সুতার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এ দিকে রাঙ্গামাটি বিএফডিসি কর্তৃপক্ষ শহরের সুখ নীলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টেংরা মাছ জব্দ করেছে। পরে তা নিলামে বিক্রি করা হয়।
বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার আশরাফ খান বলেন, কাপ্তাই লেকে মাছ আহরণ বন্ধকালীন সময়ে অবৈধভাবে ধরা প্রায় ৫০০ কেজি মাছ জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে।