চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

কাপ্তাই সড়কের অবৈধ দোকানপাট সরাতে ইউএনওর নির্দেশ

কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকান ও স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

সোমবার (১০ জুন) সকালে রাঙামাটির কাপ্তাইয়ে নতুনবাজার সিএনজি স্টেশন এলাকায় গিয়ে তিনি এ নির্দেশনা দেন। এসময় ব্যবসায়ী নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

ইউএনও মো. মহিউদ্দিন বলেন, পর্যটন শহর কাপ্তাই নতুনবাজারের প্রবেশমুখে সড়কের পাশে অবৈধভাবে অনেক দোকান ও স্থাপনা গড়ে উঠেছে। ফলে রাস্তায় যানজটের পাশাপাশি সৌন্দর্যহানি ঘটছে। নতুনবাজার ব্যবসায়ী নেতাদের অবৈধভাবে গড়ে উঠা দোকান ও স্থাপনাগুলোকে সরাতে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুততর সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *