চট্টগ্রাম

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময়

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে চট্টগ্রামের মীরসরাই উপজেলা পরিষদ হলরুমে রবিবার (১০ মার্চ) লেডিস ওয়েলফার ক্লাব, চট্টগ্রামের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সাইকোলজিস্ট ও সিবিটি প্রাকটিশনার জানজিয়া রহমান।

তিনি কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, সুস্থ-সুন্দর ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার কোন বিকল্প নেই।

উক্ত আলোচনা সভায় তিনি কিশোর-কিশোরীদের মানসিক সমস্যা সংক্রান্ত নানা ধরনের প্রশ্নোত্তর দেন।

এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি কারিগরি ও কর্মময় শিক্ষার উপর গুরুত্তারোপ করেন। এ সময় মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সিসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অলোচনা সভা শেষে লেডিস ওয়েলফেয়ার ক্লাব, চট্টগ্রামের পক্ষে সভাপতি তানজিয়া রহমান চার’শ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *