পার্বত্য চট্টগ্রাম

কুকি-চিনের অবস্থান শনাক্তে ড্রোন

বান্দরবানের থানচি থানার দেড় কিলোমিটারের মধ্যে আত্মগোপন করে রয়েছে পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা। তাদের অবস্থান শনাক্তে ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ। যেকোনো সময় কেএনএফ আবারো আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আক্রমণ প্রতিরোধে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে পুলিশ।

শুক্রবার (০৫ এপ্রিল) থানচি থানার ওসি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কেএনএফ। গতকাল (বৃহস্পতিবার) রাতে থানচি বাজার ও থানার তিন দিক থেকে এলোপাতাড়ি গুলি ছুড়ে তারা থানা দখলের চেষ্টা করে। আমরা পাল্টা গুলি চালালে পালিয়ে যায়।

ওসি বলেন, কেএনএফ সদস্যরা এখন থানার দেড় কিলোমিটারের মধ্যে আত্মগোপনে রয়েছে বলে গোয়েন্দা তথ্যে নিশ্চিত হয়েছি। তাদের আবারো আক্রমণ করার আশঙ্কা রয়েছে। সেটি প্রতিরোধে আমরা প্রস্তুত রয়েছি।

প্রথমে সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতি, তারপর বাজার ও থানায় এলোপাতাড়ি গুলি ছোড়ার মতো দুর্ধর্ষ ঘটনার পরেও গভীর জঙ্গলে সরে যায়নি কেএনএফ। তিনদিনে দুটি সন্ত্রাসী ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে থানচি এলাকায়। বাজারের ব্যবসায়ীরা ভয়ে কেউ মুখ খুলছেন না।

এক পাহাড়ি ব্যবসায়ী বলেন, কুকি-চিন সন্ত্রাসীরা কী চায় আমরা বুঝতে পারছি না। জীবনে প্রথম ব্যবসা করতে গিয়ে চাঁদা দিতে হয়েছে। এভাবে চললে ব্যবসায় ধস নেমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *