কে ভূমিদস্যু সেটি সময় হলে প্রমাণসহ প্রকাশ করবো
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, আসল ভূমিদস্যু কে সেটি সময় হলে প্রমাণসহ সবার সামনে নিয়ে আসবো। সুষ্ঠু ভোট হলে তারা দেখিয়ে দেবে, কে তাদের সুখ দুঃখের সাথী।
নগরীর লালখানবাজার এলাকার একটি রেস্তোরাঁয় এক মতবিনিময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন এ কথা বলেন। তিনি বলেন, এখনো নির্বাচনের প্রচারণা শুরু হয়নি। কিন্তু এরই মধ্যে আমাদের নেতা কর্মীদের উপর হামলা শুরু হয়েছে। আমার বিরোধী প্রার্থী নির্বাচনী আচরণবিধি মানছে না। এখন থেকে আমরা নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ জানাবো।
গিয়াস উদ্দিন বলেন, আমরা কোন সংঘাত চাই না। আমরা চাই সুষ্ঠু নির্বাচন। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। মানুষ যেন ভয় না পেয়ে ভোট কেন্দ্রে এসে তার ভোটটি দিতে পারে তার পরিবেশ নিশ্চিত করতে হবে। এজন্য আমি নেতা কর্মীদের নিয়ে ভোটের মাঠে থাকবো।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান রুহেলের বিরুদ্ধে অভিযোগ করে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আজ মিরসরাইয়ের সব সিএনজি মালিককে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। যেন ঈগলের প্রচারণায় কোন গাড়ি দেওয়া না হয়। প্রচারণা এখনো শুরুই হয়নি। তার আগেই বাধা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আগামীকাল (আজ মঙ্গলবার) থেকে ঈগল মার্কায় আমি প্রচারণা শুরু করবো। মিরসরাইয়ের জনগণ আমার পাশে আছে। ভবিষ্যতেও থাকবে। আমার প্রার্থীতা থাকায় তাদের মনে আনন্দ ফুটে উঠেছে। সেটি তারা আগামী ৭ তারিখ ভোটের মাধ্যমে প্রকাশ করবে। মতবিনিময় সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটসহ উপজেলা ও থানা আওয়ামী লীগ নেতাকর্মীরা।
প্রসঙ্গত, স্বাধীনতা পরবর্তী সময় থেকে চট্টগ্রাম-১ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এবার তিনি নিজের আসনটি ছেড়ে দিয়েছেন তার ছেলে মাহবুবুর রহমান রুহেলকে। রুহেল এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।