খেলা

কোপার ফাইনালে বিশৃঙ্খলার জেরে গ্রেফতার কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি

অবশেষে পর্দা নেমেছে ‘কোপা আমেরিকা-২০২৪’ আসর। ম্যাচের ১১২ মিনিটের মাথায় লাওতারো মার্টিনেজের গোলে লিড নেয় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত কলম্বিয়া সেই গোল শোধ করতে না পারায় শিরোপা উল্লাসে মাতেন আলবেসেলেস্তেরা। এটি কোপা আমেরিকায় আর্জেন্টিনার টানা দ্বিতীয় শিরোপা।

তবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে দর্শকদের সৃষ্ট বিশৃঙ্খলার কারণে ম্যাচ শুরু হতে প্রায় এক ঘণ্টার বেশি সময় নেয়। কলম্বিয়ার উগ্র সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। অনেকেই বিনা টিকিতে স্টেডিয়ামে ঢুকতে চাইলে পুলিশের কাছে আটকও হয়েছেন। সেই ঘটনার জেরে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, টুর্নামেন্টে কলাম্বিয়ার দর্শকদের এমন আচরণের নিন্দা জানিয়েছে কনমেবল। মায়ামির পুলিশ কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন জেসুরুন এবং তার ছেলে রামন জামিল জেসুরুনের পাশাপাশি ২৭ জনকে গ্রেফতার করেছে। কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন জেসুরুন ফিফা কাউন্সিলের সদস্য।

তবে আটক হলেও জামিনে মুক্তি পেতে পারেন জেসুরুন। সেজন্য, জেসুরানকে ২ হাজার ডলার এবং তার ছেলে রামন জামিল জেসুরুনকে দিতে হবে ১ হাজার ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *