চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশ

খাগড়াছড়ি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে আজ শনিবার, খাগড়াছড়ি পৌর টাউন হল রুমে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ও সাবেক সাংসদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মালেক মিন্টু, মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকুসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আধুনিক কারিকুলাম শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আমরা চাই, আগামী দিনে শিক্ষা এবং শিক্ষকরা সবার কাছে সম্মানিত হোক।”

শিক্ষক সমিতির নেতৃবৃন্দও শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন সুপারিশ করেন এবং সরকারের প্রতি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *