পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়িতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটির বোরো ধানের জাত বিনা-২৫ এর চাষাবাদ কলাকৌশল ও পাহাড়াঞ্চলে সম্ভাবনা বিষয়ক কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

জেলা সদরের বিনা উপ-কেন্দ্রের হলরুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব ইশরাত জাবিন।

কর্মশালায় বিনা খাগড়াছড়ি উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম শফিউল আলমের সঞ্চালনায় ও খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদারের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. বাছিরুল আলম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশে প্রতিবছর ৪ কোটি মেট্টিক টন ধান উৎপাদন হচ্ছে। যা দিয়ে খাদ্যের চাহিদা পূরণ করা হচ্ছে। বৈশ্বিক নানা সংকটের মাঝে এ ধারা অব্যাহত রাখা চ্যালেঞ্জিং। খাদ্যের চাহিদা পূরণে ও অন্যদেশ থেকে আমদানী নির্ভরতা কমাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল জাতের চাষ পদ্ধতি খোঁজা হচ্ছে। এতে কৃষক-কৃষাণীদের অভ্যস্ত হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *