খাগড়াছড়িতে হাজার লিটার চোলাই মদসহ দুইজন আটক
খাগড়াছড়িতে চোলাই মদসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক দুইজন হলেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মোবারক হোসেন ও নাসির উদ্দিন।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা সদরের কৈবল্যপীট এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পিকআপে করে কৌশলে চোলাই মদ বহন করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। এরপর চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। জেলা সদরের চেঙ্গি ব্রিজসংলগ্ন মহাসড়কে মালবাহী একটি পিকআপ দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে চোলাই মদের সন্ধান মেলে। এ সময় ৪০ লিটারের ২৫টি কনটেইনার ভর্তি এক হাজার লিটার মদসহ গাড়ির চালক, হেলপারকে আটক করা হয়। জব্দ করা হয়েছে গাড়িটিও।
শামসুর রহমান আরও জানান, পিকআপের নিচে কনটেইনার ভর্তি চোলাই মদ ও ওপরে ভুসির বস্তা বোঝাই করে চক্রটি নিয়মিত চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পরিবহন করে আসছিল।