খাদ্যপণ্য নিয়ে সেন্টমার্টিন গেল জাহাজ
মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে গোলাগুলিতে এক সপ্তাহ ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ট্রলার চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে বসবাসরত ১০ হাজারের বেশি বাসিন্দা তীব্র খাদ্য সংকট পড়েছেন। সেই সংকট কাটাতে জেলা প্রশাসনের ৭৫ টনের অধিক খাদ্যসামগ্রীসহ প্রায় দেড়শ টন খাদ্যপণ্য নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করেছে এমবি বার আউলিয়া নামে একটি জাহাজ। একই সঙ্গে টেকনাফ এসে আটকে পড়া মানুষজনও ফিরছে ওই জাহাজটিতে করে।
শুক্রবার (১৪ জুন) সকাল থেকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজটিতে মালামাল লোড করা হচ্ছে। বিকেলে জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা জানিয়েছেন জাহাজ কর্তৃপক্ষ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন জানিয়েছেন, জেলা প্রশাসনের ৭৫ টন খাদ্যপণ্য ভিজিইডি ও ভিজিএফ সহায়তাসহ কোরবানির জন্য ৫টি গরু ও ৩০০ প্যাকেট শুকনো খাবার পাঠানো হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীদের প্রায় দেড়শ টন খাদ্য পণ্য যাচ্ছে। আশা করছি এই খাদ্যসামগ্রী দিয়ে দ্বীপের বাসিন্দাদের এক মাস চলবে।
এদিকে এই দুর্দিনে সেন্টমার্টিনের মানুষের পাশে দাঁড়িয়েছে কর্ণফুলী জাহাজ কর্তৃপক্ষ। তারা জানায়, দ্বীপের মানুষের জন্যে কাজ করতে পেরে নিজেরাও গর্বিত, দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দেন কক্সবাজারের ইনচার্জ।
এর আগে, বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ঝুঁকি নিয়ে বঙ্গোপসাগরের বিকল্প চ্যানেল ব্যবহার করে অন্তত ৪টি ট্রলার ভিড়েছে টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল নৌঘাটে। একইভাবে এপাড় থেকে সেন্ট মার্টিন গেছে আটকে পড়া কয়েকশ বাসিন্দা।