চট্টগ্রাম

খেলাধুলা হচ্ছে নির্মল আনন্দ ও বিনোদনের মাধ্যম

দাবার ঘুটি চালের মাধ্যমে উদ্বোধন হলো মাসব্যাপী চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার এবারের আয়োজন। সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন এবং প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা বার্ষিক ক্রীড়ার উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়াসহ নানা কর্মকাণ্ডে সাইফ পাওয়ারটেক পাশে রয়েছে। আগামীতেও চট্টগ্রাম প্রেস ক্লাবের গঠনমূলক প্রতিটি কাজে সাইফ পাওয়ারটেক পাশে থাকবে।

তিনি বলেন, বর্তমান প্রজন্মের সন্তানরা একটা ঘরের অভ্যন্তরে নানা ইলেকট্রনিক ডিভাইসে আসক্ত থাকে। এদেরকে ঘর থেকে বের করে আনতে হবে। ক্রীড়াঙ্গণের সাথে তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। এতে করে সমাজে কিশোর অপরাধও হ্রাস পাবে। খেলাধুলা হচ্ছে নির্মল আনন্দ ও বিনোদনের মাধ্যম। তাই দেশের ক্রীড়ার উন্নয়নে কাজ করার চেষ্টা করছি।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা বলেন, সাইফ পাওয়ার টেক লিমিটেডের কাজের ব্যপ্তি দেশজুড়ে। ব্যবসার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গণে তাদের রয়েছে বিশেষ ভূমিকা। চট্টগ্রাম প্রেস ক্লাবের নানা কর্মকাণ্ডে ভূমিকা রাখছে দীর্ঘদিন ধরে। এ ধারা আগামীতেও অব্যাহত রাখার ঘোষণা দেওয়ায় তরফদার মো. রুহুল আমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, খেলাধুলার সাথে সববয়সী মানুষের মানসিক বিকাশ নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। জাতি গঠনেও খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই প্রতিবছর চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে সদস্য, পরিবার এবং সন্তানদের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মাসব্যাপী এ প্রতিযোগিতায় ৫০টিরও অধিক ইভেন্টে ক্লাবের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *