জাতীয়

গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধের গুজব ফেসবুকে

গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করার যে খবর সংবাদমাধ্যমে এসেছে, তা ‘ভিত্তিহীন’ জানিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রকৃতপক্ষে মাননীয় কমিশন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩৩ গাইবান্ধা-৫ আসনের নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। এ তথ্যটি অসত্য ও ভিত্তিহীন।”

পক্ষপাতের অভিযোগে এক প্রার্থীর রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার গাইবান্ধা-৫ আসনে নির্বাচনের দায়িত্ব থেকে সাঘাটার ইউএনও এবং ওসিকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্টের একটি বেঞ্চ।

সেই সঙ্গে ওই আসনে গত উপ-নির্বাচনে দায়িত্ব পালনকারী সব প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদেরও নির্বাচনের দায়িত্ব থেকে বিরত রাখতে বলা হয় আদালতের আদেশে।

ভোটের আগে শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যে শুক্রবার কয়েকটি টেলিভিশন ও অনলাইন পোর্টাল ‘গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধের সিদ্ধান্ত হয়েছে’ বলে খবর দেয়।

এই প্রেক্ষাপটে ‘ওই তথ্য সঠিক নয়’ জানিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানায় নির্বাচন কমিশন। সেই সঙ্গে এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ জানানয় ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *