ঘুঘু পাখির চোখ সেলাই করে এ কেমন নিষ্ঠুরতা
দুইটি ঘুঘু পাখির চোখ সেলাই করে অন্য ঘুঘু স্বীকার করছিলেন কয়েকজন চোরা শিকারি। কিন্তু বারা ভাত ছাই দিলো স্থানীয় কয়েকজন স্বেচ্ছাসেবী যুবক।
জানা গেছে, চোখ জুড়ানো দুটি ঘুঘু প্রথমে স্বীকার করে তারা। এরপর ঘুঘু দুটোকে চোখে কালো সুতা দিয়ে সেলাই করে ক্ষান্ত হয়নি। চোখে আঠা দিয়েও বন্ধ করে রাখা ছিল। এরপর ওই দুটি ঘুঘুকে জালের মধ্যে রেখে আরও পাখি শিকার চেষ্টা করছিল শিকারিরা।
বুধবার (৩এপ্রিল) বিকেলে এমন ঘটনা ঘটেছে সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের একটি মাঠে। ঘুঘু শিকারের প্রস্তুতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে নিষ্ঠুরতার শিকার ঘুঘু পাখি দুটিকে উদ্ধার করে স্থানীয় একদল স্বেচ্ছাসেবী। তবে চোরা শিকারিরা তাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে মায়াবী পাখি দুটিকে উদ্ধার করে চোখ থেকে সেলাই কেটে সুস্থ করে অবমুক্ত করা হয়।
শরণখোলা বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি শেখ নাজমুল ইসলাম জানান, দুষ্টু শিকারিরা ঘুঘু স্বীকার করছে এমন খবর পেয়ে তিনি তাদের কমিটির সদস্যদের বকুলতলার মাঠে পাঠান। এরপর তারা স্থানীয় তরুণদের নিয়ে সেখানে পৌঁছালে শিকারি চক্রটি ঘুঘু দুটিকে ফেলে রেখে পালিয়ে যায়।