ঘূর্ণিঝড় ‘মিধিলির প্রভাবে চট্টগ্রামে অবিরাম বৃষ্টি
ঘূর্ণিঝড় ‘মিধিলির প্রভাবে চট্টগ্রাম নগরে রাতভর বৃষ্টিতে বিভিন্ন রাস্তা-অলিগলিতে জমেছে পানি। এতে চলাচলে ভোগান্তিতে পড়েছে এলাকার সাধারণ মানুষ।
এর আগে গভীর নিম্নচাপের প্রভাবে গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। যা আজ দুপুর পর্যন্ত অব্যাহত থাকে।
এদিকে শীতের সঙ্গে হঠাৎ বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন খেটে-খাওয়া মানুষ। আজ সকাল থেকে রাস্তায় গণপরিবহনের সংখ্যা ছিল কম। এছাড়া সাধারণ মানুষেরও চলাচল তুলনামূলক কম ছিল।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর ও চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে ঘুর্ণিঝড় মিধিলি মোকাবেলায় খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। পাহাড়ধসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। আকবরশাহ এক, দুই ও তিন নম্বর ঝিল ও বিজয়নগর এলাকায় মাইকিং করতে দেখে গেছে জেলা প্রশাসনের বিভিন্ন টিমকে।