‘চট্টগ্রামের ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরবে এনটিভি’
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভির ২১ বছর পূর্তি ও ২২ বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রামে দিনব্যাপী নানা কর্মসুচি পালিত হয়েছে।
বুধবার (৩ জুলাই) সকালে উৎসব মুখর পরিবেশে বেলুন উড়িয়ে ও কেক কেটে কর্মসুচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী।
নগরের জামালখান প্রেসক্লাব মিলনায়তনে আনন্দঘন নানা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এনটিভির বিশেষ প্রতিনিধি শামসুল হক হায়দরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বিজিএমইএ প্রথম সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, মহানগর আওয়ামী লীগের আইন বিষযক সম্পাদক ও জেলা পিপি অ্যাডভোকেট ইফতেখার সাইমুল, বিএনপির নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর হেলাল, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাবেক সভাপতি আলী আব্বাস, কলিম সরোয়ার, উত্তর জেলা বিএনপির সহ সভাপতি সরোয়ার আলমগীর, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ইউনুচ গনি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্ত্তী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, সহ সভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, টিভি জার্নালিস্ট এর সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক লতিফা আনসারী, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, হাসান মুরাদ বিপ্লব, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. সেলিম হোসেন চৌধুরী।
এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোঃ ফখরুজ্জামান, ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এনটিভি বিগত দিনে বিশ্বের মানুষের কাছে যে প্রত্যাশা অর্জন করেছে আগামীতে এ ধারা অক্ষুন্ন রাখবে। সেইসঙ্গে চট্টগ্রামের সম্ভাবনা, কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি, ক্রীড়া, ব্যবসা বাণিজ্য সহ নানা বিষয় বিগত দিনের মতো আগামী দিনেও তুলে ধরবে।