চট্টগ্রামের মিঠাইসহ ২ প্রতিষ্ঠানকে জরিমানা
লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান, মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন পণ্য বিক্রিসহ নানা অপরাধে চট্টগ্রাম নগরীর দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (৯ জুন) কোতোয়ালী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসেনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন।
অভিযানে লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান, পাউরুটি, বান, ফার্মেন্টেড মিল্ক (দই) নামে মোড়কজাতকৃত মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে মিষ্টি মেলা ফুড প্রোডাক্টসকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন ৪০ কেজি ফার্মেন্টেড মিল্ক (দই) জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়াও কোতোয়ালী এলাকার মিঠাই নামক প্রতিষ্ঠানকে ফিঙ্গার টোস্ট নামক বিস্কুট পণ্যের অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স আছে বলে মিথ্যা তথ্য প্রদান করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।