চট্টগ্রামে অনুশীলনে ‘গুরুতর’ আহত মুস্তাফিজ
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে নেমে ‘গুরুতর’ চোট পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। মুস্তাফিজও বোলিং অনুশীলন করছিলেন। এ সময় বলের আঘাতে গুরুতর চোট পান এ পেসার।
বিডিক্রিকটাইম সূত্রে জানা যায়, অনুশীলন মাঠে বল ডেলিভারির পর আরেকটি বল করতে ফিরে যাচ্ছিলেন মোস্তাফিজ। এসময় বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ড ব্যাট করছিলেন, তাঁর ব্যাট থেকে হিট হওয়া বল উড়ে গিয়ে ফিজের মাথার পেছনের দিকে আঘাত করে। বলের আঘাতে মাথা থেকে রক্তও বের হয়।
ঘটনার পর পরই প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে হাসপাতালের পথে রওয়ানা হয়েছে মেডিকেল টিম। তবে চোট কতটা গুরুতর বা ঝুঁকিপূর্ণ কি’না পরীক্ষানিরীক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে।
চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত ৯ ম্যাচে খেলেছেন। এবারের বিপিএলে এখন পর্যন্ত তার শিকার ১১ উইকেট। ৩২ রান খরচে ৩ উইকেট নিয়ে চলতি বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।