চট্টগ্রামরাজনীতি

চট্টগ্রামে চলমান অবরোধের দ্বিতীয় দিনে বিএনপির মিছিল

সরকার পতনের একদফা দাবি, দ্বাদশ সংসদ নির্বাচনের একতরফা তফসিল ঘোষণা এবং বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতাকর্মীদের গ্রেপ্তারে প্রতিবাদে চট্টগ্রামে মিছিল করেছে বিএনপি। আবরোধের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নগরী ও জেলার বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএনপি নেতাকর্মীরা।

চট্টগ্রাম মহানগর বিএনপি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. ইদ্রিস আলীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধকে কেন্দ্র করে বুধবার রাতে বকশিরহাট ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা দিদারুল ইসলাম দিদারকে বাকলিয়া থানা ও চান্দগাঁও ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাকিমকে গ্রেপ্তার করেছে চাঁন্দগাও থানা পুলিশ। ঘোষিত তফসিল প্রত্যাখান করে চলমান অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।

এদিকে, বুধবার গভীর রাতে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয়ে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এসএম ফজলুল হক, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামে আওয়ামী লীগের শান্তি সমাবেশের নামে অশান্তির শত উস্কানির মুখেও বিএনপি শান্তিপূর্ণভাবে একদফার আন্দোলনের কর্মসূচি পালন করে আসছে। কিন্তু আওয়ামীলীগ তাদের চিরকালের গায়ে পড়ে ঝগড়া বাঁধানোর স্বভাব এখনো বদলায়নি। বুধবার রাত ১টার দিকে বিনা কারণে লালখান বাজার ও ওয়াসা মোড় থেকে আওয়ামীলীগের একদল সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় লাঠি ও হকিস্টিক নিয়ে মিছিল করে নাসিমন ভবনে এসে বিএনপির দলীয় কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। এ সময় তারা কার্যালয়ের বাহিরের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে। বিএনপি কার্যালয় লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। তারা শান্তি প্রিয় চট্টগ্রামকে অশান্ত করার পাঁয়তারা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *