চট্টগ্রাম

চট্টগ্রামে জাল জন্মনিবন্ধন তৈরি, গ্রেপ্তার ২

নকল জন্মনিবন্ধন সনদ তৈরিতে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে নগরের হালিশহর থানা পুলিশ। তাদের কাছ থেকে জাল জন্ম নিবন্ধন সনদসহ আনুষঙ্গিক কাগজপত্র, চট্টগ্রামের কাউন্সিলর আব্দুস সবুর লিটন ও জন্মনিবন্ধন সহকারী সুমন গুপ্ত নামে এবং জন্মনিবন্ধন লঘু সম্বলিত ছয়টি সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়।

হালিশহর ও ডবলমুরিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ।

গ্রেপ্তার দুজন হলেন- ফেনী সদরের সুন্দরপুর এলাকার মো. কাশেমের ছেলে মো. সাগর (২৪) ও কুমিল্লার দাউদকান্দির গোয়ালমারী ইউনিয়নের বাসিন্দা মো. জজ মিয়ার ছেলে মো. রেজাউল করিম (২৫)।

আজ বুধবার হালিশহর থানার ওসি মো. কায়সার হামিদ বলেন, তারা নিজেদেরকে কাউন্সিলর অফিসের স্টাফ, কখনো পাসপোর্ট অফিসের কর্মচারী পরিচয়ে বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কাউন্সিলরদের সীল, স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন তৈরি করতো।

তিনি বলেন, সেসব জন্মনিবন্ধন সঠিক হিসেবে ব্যবহার করে জাতীয়তা সনদ, পাসপোর্ট ও এনআইডি সংশ্লিষ্ট দপ্তর থেকে ইস্যু করিয়ে দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *