চট্টগ্রাম

চট্টগ্রামে প্রতারক চক্রের মূল হোতা গ্রেপ্তার

চট্টগ্রামের কোতোয়ালী থানার ৬ মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত প্রতারক চক্রের মূল হোতা মো. ওবাইদুল আশ্রাফ মিলনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

রবিবার (২১ জানুয়ারি ) র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি কোতোয়ালী থানার খাতুনগঞ্জ এলাকার মৃত মমতাজ আলীর ছেলে মো. ওবাইদুল আশ্রাফ মিলন (৪৯)।খাতুনগঞ্জের মোল্লা মার্কেটের মেসার্স তানিয়া এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী।

র‌্যাব জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে নগরীর পাঁশলাইশ থানার মুরাদপুর এলাকায় অবস্থান করেছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে,সে চেক প্রতারণার ৬ মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি প্রতারকচক্রের মূল হোতা। ২০১৮ সালে মামলার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল ।

আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *