চট্টগ্রামরাজনীতি

চট্টগ্রামে ফজলে করিমসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী, বিনাজুরী ইউপি চেয়ারম্যান রবি চৌধুরী, পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ ও পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দীন খানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) দ্রুত বিচার আইনে এ মামলাটি দায়ের করেন বিনাজুরী ইউনিয়নের বাসিন্দা ইসতিয়াক হোসেন প্রকাশ বজল।

এজাহারে দাবি করা চাঁদা না দেয়ায় বাদীর ঘরে হামলা করে মারধর ও নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।

চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত এ মামলায় আরও ৭-৮জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলাটি রাউজান থানার ওসিকে তদন্তের জন্য নির্দেশ দেয়া হয়েছে। মামলার বিষয়টি আদালত সূত্রে জানা গেছে।

মামলার এজাহারে বলা হয়, গত ২০১৪ সালের ২ অক্টোবর আসামিরা তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। তা দিতে অস্বীকৃতি জানানোয় সাবেক সাংসদ ফজলে করিমের নির্দেশে বাদীর ঘরে হামলা করে তাকে মারধর করে জখম করে। এসময় বাদীর ঘর থেকে ১০ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল চুরি করে নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *