চট্টগ্রামে বসুন্ধরার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি
সাধারণ মানুষের জন্য পবিত্র রমজানে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। ‘বসুন্ধরা পণ্য, ভোক্তার জন্য’ স্লোগানে দেশের বিভিন্ন স্থানের মতো চট্টগ্রামেও এ কার্যক্রম চলছে।
রোববার (১৭ মার্চ) বিকেলে চট্টগ্রাম শহরের অন্যতম প্রাণকেন্দ্র সিঅ্যান্ডবি মোড়ে ফিতা কেটে বসুন্ধরার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, পবিত্র রমজান উপলক্ষে বসুন্ধরা গ্রুপ সুলভ মূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে।
এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। দেশের বিভিন্ন স্থানে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে বসুন্ধরা গ্রুপ। অন্যান্য শিল্পগ্রুপ, বিত্তশালীদের আহ্বান জানাব যাতে সাধারণ মানুষের পাশে থাকে। তাহলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। আশাকরি আরও কিছু শিল্পগ্রুপ এ ধরনের উদ্যোগে যুক্ত হবে।
জামালখানের বাসিন্দা নীল রতন সরকার জানান, একটি কারখানায় কাজ চলছে। তা পরিদর্শনে এসেছিলাম। এখানে দেখি সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি চলছে। সয়াবিন ৫ লিটার ৭৬৫ টাকায় কিনলাম।
৩১টি পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে সয়াবিন তেল ১ লিটার ১৬৩ টাকার পরিবর্তে ১৫৫ টাকা, ২ লিটার ৩২৬ টাকার পরিবর্তে ৩১০ টাকা, ৩ লিটার ৪৮৮ টাকার পরিবর্তে ৪৬৫ টাকা, ৫ লিটার ৮০০ টাকার পরিবর্তে ৭৬৫ টাকা, ৮ লিটার ১২৮০ টাকার পরিবর্তে ১২২৫ টাকা, সরিষার তেল ১ লিটার ৩৬০ টাকার পরিবর্তে ২৬৫ টাকা, আটা ১ কেজি ৬৫ টাকার পরিবর্তে ৪৮ টাকা, ময়দা ১ কেজি ৭৫ টাকার পরিবর্তে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ (চট্টগ্রাম) এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বোরহান উদ্দিন জানান, গত বছরের মতো এবারও সাশ্রয়ী মূল্যে ৩১টি পণ্য বিক্রি কার্যক্রম ২৭ রমজান পর্যন্ত সকাল ৮টা থেকে চারটা চলবে।
তিনি জানান, প্রথম দিনই ব্যাপক সাড়া পাচ্ছেন।