চট্টগ্রাম

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে আড়াই লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও আমদানিকৃত তথ্যবিহীন সার্জিক্যাল পণ্য বিক্রিসহ নানা অভিযোগে দুই ফার্মেসিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মেসার্স সাহান মেডিকো এবং জমজম ফার্মেসিকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ।

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ ও ওষুধের মূল্য কেটে বর্ধিত মূল্য উল্লেখ করার দায়ে মেসার্স সাহান মেডিকো নামীয় প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং জমজম ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, সাধারণ মানুষ বিপদে পড়ে চমেক হাসপাতালের সামনের দোকানগুলো থেকে ওষুধ কিনেন। তখন রোগীর স্বজনদের ওষুধের মূল্য যাচাই করার সুযোগ থাকে না। এই সুযোগ কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দাম নেন। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার বিষয়টি প্রমাণিত হয়েছে। এছাড়া একটা দোকান আমদানির তথ্য বিহীন সার্জিক্যাল পণ্য বিক্রি করছে। অথচ এই সার্জিক্যাল পণ্যগুলো আমাদের দেশেও রয়েছে। সেগুলো তারা বিক্রি করতে পারে। কিন্তু তারা বেশি লাভ কারার আশায় আমদানিকৃত সার্জিক্যাল পণ্য বেশি দামে বিক্রি করছে।

অভিযানে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়, ড্রাগ সুপার কার্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্য, শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। মূলত শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরী, ড্রাগ সুপার কার্যালয়ের ড্রাগ সুপারইন্টেডেন্ট ফজলুল হক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *