চট্টগ্রামে রথযাত্রা উৎসব
ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। হিন্দু পুরাণমতে আষাঢ় মাসে শুক্লপক্ষের এই দিনে জগতের নাথ রথে চড়ে নগর ভ্রমণে বের হন ভক্তদের দেখা দিতে। যাত্রা সঙ্গি হিসেবে দেখা যায় বড় ভাই বললাম ও ছোট বোন সুভদ্রা।
রবিবার (৭ জুলাই) বিকাল ৪টাই চট্টগ্রাম নগরের নন্দনকানন তুলসীধাম ও প্রবর্তক ইসকন মন্দিরসহ বিভিন্ন স্থানে আয়োজিত হয়েছে রথযাত্রা উৎসব।
কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। পরমতসহিষ্ণুতা প্রদর্শনের পন্থা অবলম্বনে ধর্মের রীতি-নীতি, আচার-অনুষ্ঠান ইত্যাদির প্রতি শ্রদ্ধাবোধ, সম্মান প্রদান ও এই ধারণাকে মর্যাদাসীন করার মাধ্যমে এই জনপদে সবার শান্তিপূর্ণ বসবাস বাঙালির আবহমান সংস্কৃতির উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বিশ্বদরবারে পরিচিত লাভ করেছে।
এসময় মোহন্ত শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী (পুরী) মহারাজের পৌরহিত্যে শ্রীশ্রী জগন্নাথদেবের রথ পরিক্রমা উৎসবে উদ্বোধন করেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই-কমিশনার ডা. রাজীব রঞ্জন।
তিনি বলেন, আজকে চট্টগ্রামের এই উৎসবমুখোর পরিবেশ দেখে আমি আনন্দিত। আজ এই উৎসব বাংলাদেশের মতো ভারতেও উদযাপন হচ্ছে। তাছাড়া শ্রীচৈতন্যের সময় থেকে বাঙালির সঙ্গে রথের যোগাযোগ আরও গাঢ় হয়েছে, যা পুষ্ট করেছে বাংলার সংস্কৃতিকে।
রথযাত্রা উৎসবে বিশেষ অতিথি সিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, চট্টগ্রামে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে ধর্মীয় অনুষ্ঠানে শামিল হয় জেনে আমি খুশি হয়েছি। উৎসবমুখর পরিবেশে সার্বিক নিরাপত্তার জন্য সিএমপির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে গতকাল থেকে বাচ্চা হারিয়ে যাওয়া খবর ছড়াচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাই অভিভাবদের প্রতি আহ্বান; আপনারা আপনাদের ছোট্ট সোনামনিদের হাতছাড়া করবেন না। যেকোন জরুরি অবস্থায় সিএমপি আপনাদের পাশে আছে।
উৎসবে বিশেষ অতিথি ছিলেন চসিক প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, কাউন্সিলর জহরলাল হাজারী, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, সাবেক কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী কিষাণ, ব্যবসায়ী মো. সাহাবউদ্দিন, লিটন ধর।
অন্যদিকে নগরের প্রবর্তক ইসকন মন্দিরে প্রবর্তক মোড়ে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্যোগে আয়োজিত রথযাত্রায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীস্টান সকলের মিলিত রক্তস্রোতের বিনিময়ে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে। একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে জন্মলাভ করেছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সেই চেতনাকে ধারণ করে অদম্য গতিতে এগিয়ে চলেছে। কিন্তু মাঝে মাঝে স্বার্থান্বেসী মহল ও ধর্মান্ধরা আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে আঘাত করার চেষ্টা করে। আমাদের সরকার সব সময় এই অপশক্তিকে দমন করেছে।
রথযাত্রা উদ্বোধনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীরমুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন শ্রী শ্রী পুন্ডরিক ধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।