চট্টগ্রাম

চট্টগ্রামে হেলে পড়া ভবন খালি করার নির্দেশ

নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকার বড়ুয়াপাড়ায় বৌদ্ধ মন্দিরসংলগ্ন ‘নবরত্ন’ নামের একটি পাঁচতলা ভবন পাশের আরেকটি ভবনের উপর হেলে পড়েছে।

হেলে পড়া ভবনটিতে ৯টি পরিবার বসবাস করে। গত এক যুগ আগে ভবনটি ৯ জন মালিক মিলে নির্মাণ করেছিলেন। বৃহস্পতিবার (৬ জুন) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) হেলে পড়া ভবনের বাসিন্দাদের ভবন খালি করতে চিঠি দিচ্ছে।

ভবনটি কবে হেলে পড়েছে তা সুনির্দিষ্ট করে সংশ্লিষ্টদের কেউ জানাতে পারেননি। তবে বুধবার (৫ জুন) বিকালে হেলে পড়ার বিষয়টি জানাজানি হয়।

হেলে পড়া ভবনের মালিকপক্ষের একজন প্রদীপ বড়ুয়া বলেন, ‘গত এক মাস আগে থেকে ভবনটি এভাবে হেলে আছে। এতে কোনও সমস্যা হচ্ছে না। পাশের একটি ভবন নির্মাণের সময় যথাযথ সুরক্ষা না নেওয়ার কারণে এ ঘটনা ঘটেছে।’

এ প্রসঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, ‘বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সিডিএ থেকে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে নবরত্ন নামের ভবনটি ৬ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত হেলে পড়ার তথ্য পাওয়া গেছে। হেলে পড়া ও পাশের ভবনমালিককে বৃহস্পতিবার অনুমোদিত নকশা নিয়ে সিডিএতে আসতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করার পর ভবনের অবস্থা সম্পর্কে জানা যাবে। আপাতত দুর্ঘটনা এড়াতে ভবনে বসবাসকারী পরিবারগুলোকে ভবনটি খালি করে দেওয়ার জন্য সিডিএ থেকে চিঠি দেওয়া হচ্ছে। পরিবারগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে ভবনটি খালি করে দেবে।’

তিনি আরও বলেন, ‘হেলে পড়া ভবনটি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করাতে বলা হয়েছে। পরীক্ষার রিপোর্টের জন্য এক সপ্তাহ কিংবা ১০দিন সময় দেওয়া হবে। এর মধ্যে চুয়েট থেকে দেওয়া রিপোর্ট সিডিএতে জমা দিতে হবে। রিপোর্টের আলোকে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *