চট্টগ্রামে ১০০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
র্যাব-৭ চট্টগ্রামের এক মাদকবিরোধী অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
সোমবার র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন হিংগুলী এলাকার খাঁন সিটি সেন্টারের সামনে র্যাবের একটি আভিযানিক দল বিশেষ চেকপোস্ট স্থাপন করে।
এসময় সন্দেহজনক একটি সাদা রঙের প্রাইভেট কারকে থামানোর সংকেত দেওয়া হলে, গাড়িটি থামে এবং তিন ব্যক্তি পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন – মোঃ লোকমান (২৮), মোঃ মোর্শেদ (২৩) ও মোঃ রুবেল (২৫)। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গাড়ির পিছনের ব্যাকডালার ভিতর থেকে একটি ট্রাভেল ব্যাগে বিশেষ কৌশলে রক্ষিত ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে মাদক সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রি করত বলে জানিয়েছে র্যাব। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
গ্রেপ্তারকৃত আসামি এবং জব্দকৃত মাদক ও গাড়ি জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।